Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

চাঁদপুর, শ্রম কল্যাণ কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচিতি ও কিছু কথা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আত্ততাধীন শ্রম অধিদপ্তরের অধীনস্থ শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর,মূলত একটি সেবা মূলক প্রতিষ্ঠান । প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, স্বাধীনতা লাভের পর বিভিন্ন বাস্তবতার আলোকে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে ১৯৭৬ সনের জুন মাসে বর্তমান ডাইরেক্টরিয়েট অব লেবার এর জন্ম হয় । শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩২ টি শ্রম কল্যাণ কেন্দ্র,স্থাপন করা হয়েছে ; শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর, এদের মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম নদীবন্দর চাঁদপুর জেলার শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত । আলোচ্য কেন্দ্রটিতে বৃক্ষরাজি সুসজ্জিত .৮৩১০ একর জমি অধিকৃত একটি  টিনশেড প্রশাসনিক ভবন ও দুটি টিনশেড আবাসিক ভবন অবস্থিত। কেন্দ্রটি ০৮ জন কর্মকর্তা/ কর্মচারী সমন্বয়ে (মঞ্জরী পদ সংখ্যা ১২ জন ) পরিচালিত হচ্ছে । যার প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন একজন দায়িত্বশীল মেডিকেল অফিসার । বলাবাহুল্য, বর্তমানে কর্মরত নিবেদিত প্রাণ কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ অভিজ্ঞতা সম্পন্ন ও সেবায় আন্তরিক, কেন্দ্রে বিনামূল্য প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও চিত্তবিনোদন সেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং  শ্রমিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক  শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ র্ইত্যাদি সুবিধা নিয়মিতভাবে প্রদান করা হয়ে থাকে। পরিশেষে আমাদের অঙ্গীকার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল সেবা রূপকল্প বাস্তবায়ণে আমরা বদ্ধপরিকর ।